‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাঁশখালীতে বিশ্ব স্বাস্থ্য দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তানভীর চৌধুরীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ডা. মোজাম্মেল হোসেন, ডা. আমিনুল হক, ডা. আইলেট বিন বুলবুল, নার্স ইনচার্জ মায়া বড়ুয়া, ইপসার ম্যানেজার শফিউল করিম, ব্র্যাকের ম্যানেজার মাঈদুল হক প্রমুখ।