বাঁশখালীতে বিভিন্ন মামলার ১৫ আসামি গ্রেপ্তার

অস্ত্র ও গুলিসহ ১৯ হাজার ইয়াবা উদ্ধার

বাঁশখালী প্রতিনিধি  | শনিবার , ২৯ জুলাই, ২০২৩ at ৫:৩২ পূর্বাহ্ণ

বাঁশখালী থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলিসহ ১ জন, ১৮ হাজার ইয়াবাসহ ৩ জন, ১ হাজার ইয়াবাসহ ১ জন ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১০ জনসহ ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার বাঁশখালী থানার এসআই রাজীব কুমার পোদ্দার অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে বাঁশখালী থানার এসআই মং থোয়াই হ্লা চাক কাথরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের হালিয়া পাড়ার বেড়ি বাঁধের মুনছুরের চা দোকানের ১০০ গজ দক্ষিন পশ্চিম পার্শ্বে ঝাউ বাগানের উপর হতে মো: আবুল কাশেম (৪২) ১টি দেশীয় তৈরি এলজি এবং ১ রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার করে। সে কাথরিয়ার ৫নং ওয়ার্ডের নুরুল আলমের পুত্র। অপরদিকে দক্ষিন বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজারে ৭০০ গজ দক্ষিনে ফুটখালী ব্রীজের দক্ষিন পাশে মেসার্স জান্নাত এগ্রো ফার্মের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩জনকে গ্রেফতার করে। এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল উদ্দিন বলেন, থানা পুলিশের বিশেষ দল কাথরিয়ায় অভিযান চালিয়ে অস্ত্র গুলিসহ ১জন, পুঁইছড়িতে অভিযান চালিয়ে ১৯হাজার ইয়াবা সহ ৪জনকে, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১০ জনসহ ১৫জনকে গ্রেফতার করে এবং মামলা রুজু করা হয়।

পূর্ববর্তী নিবন্ধজাতিগত সংঘাত: রাষ্ট্রহীন রোহিঙ্গা শিশু সুরক্ষা ও আন্তর্জাতিক অঙ্গীকার
পরবর্তী নিবন্ধকমার্স কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল