গতকাল শনিবার সকাল থেকে বিকাল ২টা পর্যন্ত বাহারচড়া রত্নপুর উচ্চ বিদ্যালয়ে ছাবের আহমদ মাস্টার স্মৃতি সংস্থা ও আমেরিকান চ্যারিটি সংস্থা বাঁচাও এর উদ্যোগে গ্রামের সুবিধাবঞ্চিত মানুষদের কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতালের ১৫ জন অভিজ্ঞ ডাক্তার দ্বারা বিনামূল্যে চক্ষু শিবির ও ছানি অপারেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
এতে প্রায় ১২০০ জন রোগী চোখের চিকিৎসা গ্রহণ করেন এবং ৩৭২ জন রোগীর ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। এ পর্যন্ত এই সংগঠনের অধীনে প্রায় ১৫০০০ হাজার রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয় এবং ৬০০ এর অধিক দরিদ্র গ্রামীণ রোগীর জন্য ক্যাটারাক্ট (এসআইসিএস) অপারেশনসহ লেন্স স্থাপন করা হয়। এই সংগঠনের প্রতিষ্ঠাতা মুহাম্মদ মুজিবুর রহমান বলেন, লোকজন চিকিৎসা গ্রহণ করার পর যখন বলে আগে রাস্তাঘাট দেখতে পেতাম না, নামাজ পড়তে পারতাম না, এখন সব পারি তখন এক ধরনের তৃপ্তি কাজ করে। প্রতিবছর ২০০/২৫০ অপারেশনের রোগী এখানে চিকিৎসা গ্রহণ করে। এই কাজে অর্থনৈতিক সাপোর্ট ছাবের আহমদ মাস্টার স্মৃতি সংস্থা ও আমেরিকান সংস্থা বাঁচাও বহন করে। এই কাজ অব্যাহত থাকুক এই প্রত্যাশা করি। এ সময় উপস্থিত ছিলেন বাহারচড়া রত্নপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন বাবু, সহকারী প্রধান শিক্ষক মনজুর আলম, ইউপি সদস্য ইব্রাহীম সিকদার, ইউপি সদস্য মনজুর, ইউপি সদস্য সাহাবুদ্দীন আহমদ, এডভোকেট এহছানুল হক, মোঃ হারুনুর রশিদ, মাস্টার হারুনুর রশিদ, মাস্টার আজিজ আহমদসহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা মন্ডলী। চক্ষু শিবিরের শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিল স্কাউট ও গার্লস গাইড দল। প্রেস বিজ্ঞপ্তি।