বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৩ মার্চ, ২০২৫ at ১০:৫৭ পূর্বাহ্ণ

বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে আছিয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার সরল ইউনিয়নের মিনজীরিতলা আশিঘর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি মিনজীরিতলার আশিঘর পাড়ার মৃত মনির আহমদের স্ত্রী।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে আছিয়া বেগম নিজ বসতঘরের মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট গুরুতর আহত হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, মোটরে সুইচ দিতে গিয়ে আছিয়া বেগম নামের এক মহিলা বিদ্যুতায়িত হয়ে মারা যান। মৃত্যুর পর কোন অভিযোগ না থাকায় বিনা পোস্টমর্টেমের আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সাথে সাউথপয়েন্ট স্কুল প্রতিনিধি দলের সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে মুনিরীয়া যুব তবলীগের ইফতার মাহফিল