বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ at ১১:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ শাহেদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাত ৮ টায় পৌরসভা ৫ নাম্বার ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত মোহাম্মদ শাহেদ পৌরসভা ৫ নাম্বার ওয়ার্ডের আমিরাঘোনা এলাকার আবু তৈয়বের পুত্র।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, রাত ৮ টার দিকে নিজ বসতঘরে বিদ্যুতের সুইচ দিতে গিয়ে অসাবধানতাবসত বিদ্যুতায়িত হয়ে পড়ে মোহাম্মদ শাহেদ। তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার ওসি মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধ১০ লাখ গাছ লাগিয়ে গ্রিন চট্টগ্রাম গড়বো
পরবর্তী নিবন্ধদুই যুগ পর সাজা, আসামি এখনো পলাতক