বাঁশখালীতে বিএনপি ও জামায়াত সংঘর্ষ, আহত ২

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:০৬ পূর্বাহ্ণ

বাঁশখালী চাম্বল বাজার এলাকায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে দুইজন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলেন, যুবদল কর্মী মিজানুর রহমান (৩৫) ও জামায়াত কর্মী কফিল উদ্দিন (৪২)। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, গত সোমবার বাঁশখালীতে জামায়াতে ইসলামী যুব বিভাগের চাম্বল ইউনিয়ন সভাপতি কফিল উদ্দিনের (৪২) উপর অতর্কিত হামলা করা হয়। এই হামলা বিএনপি নেতাকর্মীরা করেছে বলে অভিযোগ করে জামায়াত নেতাকর্মীরা। এর প্রতিবাদে সোমবার রাতে ১১টার দিকে বাঁশখালীতে চাঁদাবাজদের বিরুদ্ধে জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলে বিক্ষোভকারীরা। এরই জের ধরে গতকাল মঙ্গলবার রাত ৯টায় বিএনপিযুবদল ও ছাত্রদলের নেতৃত্বে প্রতিবাদও অবস্থান কর্মসূচি পালন করা হয়। এসময় জামায়াত শিবিরের নেতাকর্মীরা সেখানে অবস্থান নেন। এক পর্যায়ে যুবদল কর্মী মিজানুর রহমানের (৩৫) ওপর হামলা করে জামায়াত শিবিরের নেতাকর্মীরা। এতে সে গুরুতর আহত হয়। আহত মিজানুর রহমান অভিযোগ করে বলেন, পুলিশের উপস্থিতিতে জামায়াত শিবিরের কর্মীরা হত্যার উদ্দেশ্যে আমার ওপর হামলা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হাওলাদার বলেন, দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করলেও থানা পুলিশ, দায়িত্বরত সেনাবাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। বর্তমানে পরিস্থিতি শান্ত বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধনগরীতে এনসিপির বিক্ষোভ
পরবর্তী নিবন্ধআইনি ও কূটনৈতিক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার সরকারের