বাঁশখালীতে বাসের ধাক্কায় ২ স্কুল শিক্ষার্থী গুরুতর আহত

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ২৭ অক্টোবর, ২০২১ at ৬:৪৯ অপরাহ্ণ

বাঁশখালীর প্রধান সড়কের চাম্বল এলাকায় সড়ক দুর্ঘটনায় চাম্বল উচ্চ বিদ্যালয়ের দুই স্কুল শিক্ষার্থী গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।

আজ বুধবার (২৭ অক্টোবর) সকাল ১১টার সময় চাম্বল ন্যাশনাল হাসপাতালের দক্ষিণ পাশে চট্টগ্রাম শহরগামী বাঁশখালী সুপার সার্ভিস বাসের ধাক্কায় ওই দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়।

আহত শিক্ষার্থীরা হলো তানজিলা (১৬) ও মোবারেকা (১৫)।

দুঘর্টনার পর তাদের স্থানীয় চাম্বল ন্যাশনাল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।

দুঘর্টনায় আহত তানজিলা চাম্বল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকার মো. ফেরদৌসের কন্যা, অপরজন মোবারেকা একই এলাকার বাদশা মিয়ার কন্যা। তারা দু’জনই চাম্বল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী এবং আগামী ২০২২ সালের এসএসসি পরিক্ষার্থী।

সড়ক দুঘর্টনায় স্কুল শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় স্কুলের ছাত্র-ছাত্রীরা প্রধান সড়কে বিক্ষোভ করে।

চাম্বল উচ্চ বিদ্যালয়ের আইসিটি বিভাগের সহকারী শিক্ষক গিয়াস উদ্দিন বলেন, “আমাদের ওই দুই শিক্ষার্থী প্রধান সড়ক দিয়ে হেঁটে স্কুলে আসার সময় চাম্বল বাজারের দক্ষিণে প্রধান সড়কে পেকুয়ার টইটং থেকে ছেড়ে আসা চট্টগ্রাম শহরগামী একটি সুপার সার্ভিস বাস পেছন দিক থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা সংঘটিত হয়। এ ঘটনায় তারা দু’জন গুরুতর আহত হয়। তাদের প্রথমে চাম্বলের বেসরকারি হাসপাতালে চিকিৎসা দিয়ে পরে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।”

পূর্ববর্তী নিবন্ধপাহাড়ে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ না হলে গণতান্ত্রিক নির্বাচন সম্ভব নয়
পরবর্তী নিবন্ধশিক্ষাক্ষেত্রে বাংলাদেশের অনেক অর্জন