বাঁশখালী চট্টগ্রাম পিএবি সড়কে একের পর এক দুর্ঘটনা যেন নিত্যনতুন ঘটনা হয়ে দাঁড়িয়েছে। একদিকে সরু পথ অপরদিকে অতিরিক্ত ও বেপরোয়া গাড়ি, সব মিলিয়ে দুর্ঘটনা যেন পিছু ছাড়ছেনা বাঁশখালী সড়কটিকে।
গতকাল বুধবার বিকেলে শেখেরখীলের চেয়ারম্যান ঘাটা নামক স্থানে পেকুয়া থেকে আগত সানলাইন সার্ভিসের একটা বাস বেপরোয়া গতিতে এসে সিএনজি অটোরিক্সাকে ধাক্কা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়।
এ সময় সিএনজি চালকসহ দুইজন গুরুতর আহত হলে তাদের বাঁশখালী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় বলে জানান বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর। এ ঘটনায় সানলাইন গাড়িটি গিয়ে পড়ে খাদে। চালকের কৌশলে কোন রকমে গাড়িতে থাকা ২০/২২ যাত্রী প্রাণে রক্ষা পেলেও এতে গুরুতর আহত হয় কয়েকজন যাত্রী। আহতদের তাৎক্ষণিক চাম্বল বাজারে অবস্থিত বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।












