বাঁশখালীতে বাসের চাকায় পিষ্ট হয়ে তরুণীর মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ১২:১২ অপরাহ্ণ

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় বাসের চাকায় পিষ্ট হয়ে মনিকা আক্তার (১৪) নামের এক সিএনজি যাত্রী নিহত হয়েছে।

উপজেলার বৈলছড়ী ইউনিয়নের হাবিবের দোকান এলাকায় আজ মঙ্গলবার সকাল ৯ টার দিকে ওই তরুণী সিএনজি থেকে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। সে মহেশখালী থানার মাতার বাড়ি উত্তর রাজঘাটা ৩ নম্বর ওয়ার্ড এলাকায় নাছির উদ্দীনের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম শহর থেকে সিএনজি যোগে মহেশখালী যাওয়ার পথে বৈলছড়ি হাবিবের দোকান এলাকায় হঠাৎ সিএনজি থেকে ওই তরুণী মনিকা আক্তার সড়কে ছিটকে পড়ে। সে সময় বিপরীত দিক থেকে আসা বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে বাঁশখালী আঞ্চলিক মহাসড়ক হাবিবের দোকান নামক স্থানে এই ঘটনা ঘটে। বাঁশখালী থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

পূর্ববর্তী নিবন্ধইউক্রেন নিয়ে তিন হাজার মাইল দূরে বসছে দুই সম্মেলন
পরবর্তী নিবন্ধইনানীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার