বাঁশখালীতে বাইক চোরকে ধরে পুলিশে দিয়েছে জনতা

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ২৫ মার্চ, ২০২৫ at ১০:৩০ পূর্বাহ্ণ

বাঁশখালীতে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় মো. ইসমাইল (৩২) নামে এক চোরকে ধরে পুলিশে দিয়েছে জনতা।

গতকাল সোমবার সকালে উপজেলা কৃষি অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি ছুরিও উদ্ধার করা হয়। আটক মো. ইসমাইল চকরিয়ার পশ্চিম বড় ভেওলা ইউপির দরবেশ কাটা আক্তারপাড়া এহসানের বাড়ি এলাকার মো. নাছির উদ্দিনের পুত্র।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কৃষি অফিসের সামনে মোটর সাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় এক চোরকে ধরে পুলিশে দিয়েছে জনতা। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধউপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পদটিকে ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি
পরবর্তী নিবন্ধসিআইইউতে ঈদ বাণিজ্যমেলা