বাঁশখালীতে বন্য হাতির আক্রমণে সিবাগাতুল্লাহ রিজভী (১৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত বুধবার ভোর রাত ৩ টার দিকে বৈলছড়ী ইউনিয়নের পূর্ব বৈলছড়ী ৪নং ওয়ার্ডের ১নং গোদার পার সংলগ্ন লিচু বাগান এলাকায় এ ঘটনা ঘটে। সে বৈলছড়ী কুলিন পাড়া এলাকার মৃত তৈয়ব উল্লার ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন বৈলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কফিল উদ্দিন । স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রিজবী গত কয়েক মাস ধরে পূর্ব বৈলছড়ী ৩ নং ওয়ার্ডের নুন্না পুকুর পাড় এলাকার বদি আলমের ছেলে মো. ছগিরের মুদির দোকানে চাকরি করে। গত বুধবার রাত ৩ টার দিকে লিচু বাগানে হাতি আসার খবর পেয়ে দেখতে যায় সে। এসময় হাতির আক্রমণে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাঁশখালী গুনাগরী একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করে। তার অবস্থা গুরুতর হলে দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর সাড়ে ৪ টার দিকে তার মৃত্যু হয়। বনবিভাগের কালীপুর রেঞ্জ কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, বন্য হাতির আক্রমণে এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি ।
এ বিষয়ে খোঁজখবর নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানাবো।









