বাঁশখালীতে বন্যহাতির তাণ্ডব, দুই বসতঘর ভাংচুর

| বৃহস্পতিবার , ১৮ জানুয়ারি, ২০২৪ at ৫:২৪ অপরাহ্ণ

বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে ২টি ঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। ১৭ জানুয়ারি দিবাগত রাতে উপজেলার সাধনপুর ইউনিয়নে ৪নং ওয়ার্ড বাণীগ্রাম পশ্চিম পাড়ার মাধব চৌধুরী ও শীধর দের বসতঘরে বন্যহাতির একটি দল এই তাণ্ডব চালায়।

সাধনপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ দেলোয়ার জানান, কয়েক বছর ধরে পূর্ব পাহাড়ে অবস্থান নেওয়া বন্যহাতির দলটি দিনে পাহাড়ে থাকলেও সন্ধ্যার পর ছুটে আসে লোকালয়ে।

খাবারের খোঁজে আসা হাতিগুলো কৃষকের ধান, বিভিন্ন ফসল খেত নষ্টসহ বসতবাড়িতে ভাঙচুর চালায়। গতরাতে বাণীগ্রাম পশ্চিম পাড়ার মাধব চৌধুরী ও শীধর দের ঘর ভাঙচুর ঘরে থাকা ধান খেয়ে ফেলে।

বন্যহাতির এ তাণ্ডব নতুন নয়। প্রায় সময় গ্রামে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি সাধন করে। খাবারের খোঁজে পাহাড় থেকে লোকালয়ে আসে হাতিগুলো। হাতির ভয়ে এখন রাতের ঘুম উড়ে গেছে আমাদের। এ বিষয়ে বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।

পূর্ববর্তী নিবন্ধচাক্তাই খালে ফেলা হলো ৯০০ কেজি ভেজাল মসলা
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু টানেলে আবারও দুর্ঘটনা