বাঁশখালী উপজেলা প্রশাসন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের গতকাল ১০ জুন শনিবার বিকালে চাম্বল উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় চাম্বল একাদশ ১–০ গোলে ছনুয়া একাদশের বিপক্ষে জয়লাভ করে। ম্যান অব দ্যা ম্যাচ হন চাম্বল একাদশের একমাত্র গোলদাতা জাহিদ হাসান কাফি। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুর। এতে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক,যুব উন্নয়ন কর্মকর্তা মো. শওকতুজ্জামান চৌধুরী, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী,ছনুয়া ইউনিয়নের চেয়ারম্যান এম,হারুনুর রশিদ, শীলকুপ ইউনিয়নের চেয়ারম্যান কায়েশ সরওয়ার সুমন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জাফর ইকবাল, যুগ্ম সম্পাদক প্রকাশ বড়ুয়া, বাঁশখালী একাডেমির প্রধান নির্বাহী পরিচালক কল্যাণ বড়ুয়া প্রমুখ। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আবদুল করিম, সহকারি ছিলেন ইফতেখার হোসেন, জাহিদ হোসেন।












