বাঁশখালী উপজেলা প্রশাসন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনূর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। বৈলছড়িতে অবস্থিত শেখ রাসেল স্টোড়িয়ামে অনুষ্ঠিত উক্ত ফাইনালে মুখোমুখি হয় শেখেরখীল ইউনিয়ন একাদশ এবং চাম্বল ইউনিয়ন একাদশ। ফাইনালে শেখেরখীল ইউনিয়ণ একাদশকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে চাম্বল ইউনিয়ন একাদশ। খেলার প্রথমার্ধে এগিয়ে যায় চাম্বল একাদশ। দ্বিতীয়ার্ধে সমতা ফেরায় শেখেরখীল একাদশ। খেলার একেবারে শেষ মুহূর্তে গোল করে জয় এবং শিরোপা দুটোই নিশ্চিত করে চাম্বল ইউনিয়ন একাদশ। খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠান বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভুমি ) খন্দকার মাহমুদুল হাসান, বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক তদন্ত এসএস আরিফুর রহমান, যুবলীগ নেতা শেখ ইয়াছির আরাফাত গনি, সাংবাদিক ও সংগঠক কল্যাণ বড়ুয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাফর ইকবাল, যুগ্ম সম্পাদক প্রকাশ বড়ুয়া, উপজেলা স্বেচ্চাসেবক লীগ নেতা মনজুর আলম, আবদুস সবুর, মোহাম্মদ লোকমান, শাহাজাহান প্রমুখ। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন ফিফা রেফারি বিটুরাজ বড়ুয়া, সহকারী ছিলেন রুবেল কান্তি দে, মোঃ খালেক ।ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় দুর্জয় শীল। সেরা গোলদাতা আরমান এবং সেরা গোলরক্ষক নির্বাচিত হয় সোহাগ।