জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী স্মরণীয় করে রাখতে বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কর্নারের উদ্বোধন করেন চট্টগ্রাম-১৬ আসনের সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। এ সময় আরও উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান চৌধুরী, বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মনোতোষ দাশ, সহকারী প্রধান শিক্ষক রাজীব কুমার দাশ, অঞ্জন চক্রবর্তী, মো. ওসমান, মো. শহিদুল ইসলাম প্রমুখ। এ সময় প্রধান অতিথি বলেন, জাতির জনকের স্বপ্ন ছিল এদেশকে শিক্ষিত ও সোনার দেশে পরিণত করার। তা বাস্তবায়ন করছে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের মাধ্যমে শিক্ষার্থীরা জানতে পারবে জাতির জনক ও মুক্তিযুদ্ধ সম্পর্কে। তিনি শিক্ষার্থীদের এ ব্যাপারে অধ্যায়ন করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।












