বাঁশখালীতে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার বৈলছড়ি ফয়েজ আহমদ চৌধুরী বাড়ির মাঠে অনুষ্ঠিত ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প আমেরিকাস্থ বাঁচাও দাতব্য সংস্থার প্রধান অর্থায়নে সার্বিক সহযোগিতায় ছিলেন সাকেরা ফয়েজ ফাউন্ডেশন, ছাবের আহমদ মাষ্টার স্মৃতি সংস্থা ও রোটারি ক্লাব চট্টগ্রাম ডাউনটাউন আরআইডি ৬৫ বাংলাদেশ।
চিকিৎসা ক্যাম্পে কক্সবাজার বাইতুশ শরফ হাসপাতালের চিকিৎসকদের পরিচালনায় বেশ কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তারের সহায়তায় প্রায় ৪০০ জন রোগী চিকিৎসা ও ঔষধ গ্রহণ করেন। তাদের মধ্যে প্রায় ৯৫ জন রোগী ক্যাটেরিনা রোগের রোগী চিহ্নিত করা হয়। যাদের ৩০ জন করে পরে তাদের কক্সবাজার বাইতুশ শরফ হাসপাতালে নিয়ে গিয়ে চোখের ছানি অপারেশনসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হবে বলে উল্লেখ করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারিয়ান অনিল কে চৌধুরী, রোটারিয়ান ডা. সৈয়দ মাহফুজুল হক, রোটারিয়ান আফতাব উদ্দিন সিদ্দিকী, রোটারিয়ান মুহাম্মদ মুজিবুর রহমান, রোটারিয়ান রেজাউল করিম চৌধুরী, রোটারিয়ান ডা. রশিদ আহমদ চৌধুরীসহ শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।