বাঁশখালীতে মেয়াদোত্তীর্ণ, ভেজাল ঔষধ সংরক্ষণ ও বিক্রয় এর দায়ে মা ভেটেরিনারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ধারায় ১০ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, পরিবেশন ও ফ্রিজে দীর্ঘদিন পচা-বাসি খাবার সংরক্ষণের দায়ে গ্রামীণ ভাত ঘর রেস্টুরেন্ট ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের দায়ে ধানসিঁড়ি রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় ১০ হাজার টাকা করে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিকেল থেকে রাত পর্যন্ত বাঁশখালী উপজেলার রামদাস মুন্সিরহাট, গুনাগরী বাজার এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
এছাড়া বাঁশখালী উপজেলার সাধনপুরের পশ্চিম বৈলগাঁও সাঙ্গু নদী সংলগ্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে উত্তোলিত ২০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
আজ বুধবার (১৯ অক্টোবর) বিকালে পরিচালিত এ অভিযানে সাধনপুরের পশ্চিম বৈলগাঁও সাঙ্গু নদী সংলগ্ন এলাকায় ভ্রাম্যমান আদালতে
সিরাজুল ইসলামের পুত্র নেজাম উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, অবৈধভাবে উত্তোলিত ২০ হাজার ঘনফুট বালু জব্দ করে ১৫ হাজার টাকা নিলাম দেওয়া হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান ও বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন সহ দায়িত্বশীল কর্মকর্তারা।
জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী ।