বাঁশখালীতে ফুটপাত দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের অভিযান

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ১২ সেপ্টেম্বর, ২০২৫ at ১২:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে রাস্তার উপর থেকে ফুটপাতের উপর অবৈধ দোকান উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার ১১ (সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মিয়ার বাজারে এ অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার জামশেদুল আলম।

দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে দোকান বসানোর কারণে পথচারীদের চলাচলে ভোগান্তি এবং সড়কে যানজটের সৃষ্টি হচ্ছিল। এ বিষয়ে জনসাধারণের অভিযোগের ভিত্তিতেই প্রশাসন এ উদ্যোগ গ্রহণ করে।

অভিযানের সময় ফুটপাত দখল করে বসানো অস্থায়ী দোকান ও স্থাপনা অপসারণ করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জানান, সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, ফুটপাত পথচারীদের জন্য, ব্যবসার জন্য নয়। তাই কেউ ফুটপাত দখল করে বসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে স্থানীয় পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে লবণের মাঠ দখল নিয়ে গোলাগুলি, আহত ৪
পরবর্তী নিবন্ধকর্মসূচির নামে রাউজান কার্যালয়ে তালা, শত শত গ্রাহক অন্ধকারে