বাঁশখালীর দক্ষিণ সাধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। এতে চোরের দল কম্পিউটার, প্রজেক্টর ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায় বলে অভিযোগ করেন শিক্ষক ও কর্মচারীরা। বিদ্যালয়ের অফিস সহকারী মোহাম্মদ এরশাদ বলেন, আমি ঘুমাতে প্রায় রাত ২টা বেজে যায়। এরপর সকালে ঘুম থেকে উঠে দেখি স্কুলের সকল তালা ভেঙে অফিস রুম থেকে কম্পিউটার, প্রজেক্টেরসহ বিভিন্ন কিছু নিয়ে গেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, চোরের দল বিদ্যালয়ের কম্পিউটার, প্রজেক্টেরসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ ও নিয়ে গেছে। যেগুলো অনেক প্রয়োজনীয় ছিল। বিদ্যালয়ের মতো একটা জায়গায় চুরির ঘটনা সত্যিই হবাক হওয়ার বিষয়। এ ব্যাপারে থানায় জিডি করা হবে। এ ব্যাপারে রামদাশ হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তপন কুমার বাকচী বলেন, চুরির খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। দপ্তরী স্কুলে থাকে না। আমরা স্কুলের চুরি হয়ে যাওয়া জিনিসপত্র উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
 
        
