বাঁশখালীতে মহান বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা ১৬ মে অনুষ্ঠিত হয়। বাঁশখালী বৌদ্ধ সমিতির আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারের সভাপতিত্বে সভার উদ্বোধক ছিলেন বাঁশখালী বৌদ্ধ সমিতির সভাপতি রাহুলপ্রিয় মহাস্থবির। সমিতির সাধারন সম্পাদক কল্যাণ বড়ুয়ার সঞ্চালনায় সভার আর্শীবাদক ছিলেন বাঁশখালী শাসনকল্যাণ ভিক্ষু সমিতির সভাপতি ধর্মপাল মহাস্থবির। বিশেষ অতিথি ছিলেন তিলোকানন্দ মহাস্থবির, শীলকুপ ইউপি চেয়ারম্যান
কায়েশ সরওয়ার সুমন। আলোচনায় অংশ নেন যতীন্দ্র বড়ুয়া, রাহুল কান্তি বড়ুয়া, অনু বড়ুয়া বাবু, প্রকাশ বড়ুয়া, প্যানেল মেয়র কাঞ্চন কুমার বড়ুয়া, সাংবাদিক সুবল বড়ুয়া, অমিত বড়ুয়া প্রমুখ। সভায় বক্তারা সকল হিংসা বিভেদ ভুলে বুদ্ধের অহিংস নীতি অনুসরন করার আহবান জানান। এ সময় বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাঁশখালীর ৯টি বৌদ্ধ বিহারের অনুষ্ঠান সূচি তুলে ধরা হয় এবং বৌদ্ধদের প্রতিটি অনুষ্ঠানে সংসদ সদস্য, জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।