বাঁশখালীতে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের অনুদান হস্তান্তর

| রবিবার , ১৯ অক্টোবর, ২০২৫ at ১০:৫৩ পূর্বাহ্ণ

বাঁশখালীতে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের নবগঠিত উপদেষ্টা ও পরিচালনা পরিষদের শপথ অনুষ্ঠান, সংবর্ধনা ও অনুদান হস্তান্তর গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত হয়। সংগঠনের কার্যালয়ের সামনে সংগঠনের সিনিয়র সহ সভাপতি ফরহাদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। উদ্বোধক ছিলেন পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী।

এইচ এম আবদুল গণির সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন মাস্টার লোকমান আহমদ, ইব্রাহিম খলিল, রাসেল ইকবাল মিয়া,অ্যাডভোকেট নাছির উদ্দীন, অ্যাডভোকেট শওকত উসমান, মো.মহসিন, আহমদ ছগির, হেফাজ উদ্দীন চৌধুরী, আব্দুচ ছবুর, ফরহাদুল ইসলাম, এস এম তৈয়ব, দিদারুল আলম। ভার্চুয়ালি বক্তব্য রাখেন মুহাম্মদ হোসাইন,কামাল উদ্দীন, রাশেদুল আলম নোমান, জোবাইরুল ইসলাম, ওমর কাজী, ওসমান গনি, ইব্রাহিম খলিলুল্লাহ রকি, মাস্টার আব্দুন নুর। শেষে বয়নাকাটার দুটি অসহায় পরিবারকে ৪ বান করে ৮ বান টিন, জালিয়াঘাটা সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া শহিদুল্লাহর স্ত্রীকে সেলাই মেশিন প্রদান, জলদাশ পাড়ার একজনকে নগদ অর্থ এবং জালিয়াঘাটার চবি শিক্ষার্থী পূর্ণিমা রাধেকে সংবর্ধনা প্রদান করা হয়। কার্যকরী পরিষদকে শপথ বাক্য পাঠ করান সংগঠনের প্রতিষ্ঠাতা ওসমান গণি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় দুই ব্যক্তি কারাগারে
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান