বাঁশখালীতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে মতবিনিময়

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ৪ অক্টোবর, ২০২২ at ৫:৫৬ পূর্বাহ্ণ

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বাঁশখালী উপজেলা প্রশাসন ও বাঁশখালী বৌদ্ধ সমিতির উদ্যোগে এক মতবিনিময় সভা গতকাল সোমবার উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও অর্থ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। উদ্বোধনী বক্তব্য রাখেন বাঁশখালী বৌদ্ধ সমিতির সভাপতি রাহুলপ্রিয় মহাস্থবির।
স্বাগত বক্তব্য রাখেন বাঁশখালী বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক কল্যাণ বড়ুয়া। আলোচনায় অংশ নেন বুদ্ধপ্রিয় মহাস্থবির, জ্ঞানেন্দ্রিয় স্থবির, কোণ্ডঞঞ্যে ভিক্ষু, প্রিয়জ্যেতি ভিক্ষু, থানার অফিসার এস আই মো. মাসুদ, প্যানেল মেয়র কাঞ্চন কুমার বড়ুয়া, শিক্ষক যতীন্দ্র বড়ুয়া, দেবপ্রিয় বড়ুয়া, জিতেন্দ্র বড়ুয়া প্রমুখ। দীপক
বড়ুয়ার সঞ্চালয়া সভায় প্রধান অতিথি বলেন, সরকার সকল ধর্মের অনুসারিদের সমান অধিকার নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে। তিনি বলেন আসন্ন্‌ প্রবারণা পূর্ণিমা এবং কঠিন চীবর দান সুষ্ঠু ও শান্তি পুর্ণ ভাবে সম্পাদনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্নক সহযোগিতা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক মোহাম্মদ হামিদুল ইসলামের মায়ের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধবারখাইনে আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন চৌধুরীর বস্ত্র ও নগদ অর্থ বিতরণ