বাঁশখালী পৌরসভা নির্বাচন আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ১২ জন প্রিসাইডিং অফিসার, ৯২ জন সহকারী প্রিসাইডিং অফিসার এবং ১৮৩ জন পোলিং অফিসার প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এবার বাঁশখালী পৌরসভার নির্বাচনে মেয়র পদে ২ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন আর সাধারণ কাউন্সিলর পদে ৪৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।
মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থী এ্যাডভোকেট এসএম তোফায়েল বিন হোছাইন ও স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র ও বিএনপি নেতা কামরুল ইসলাম হোছাইনী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিটি ওয়ার্ডে বেশ কয়েকজন করে কাউন্সিলর প্রার্থী হওয়াতে তাদের প্রচারণা চোখের পড়ার মত। সকাল থেকে রাত পর্যন্ত শ্লোগানে মুখরিত হয়ে উঠছে। বিগত নির্বাচনে পৌরসভার ১, ৪, ৭ ও ৯ নং ওয়ার্ডের কেন্দ্রগুলোতে ঝগড়া বিবাদের কারণে এবার এসব ওয়ার্ডের কেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে থানা প্রশাসন।
বাঁশখালী থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করার জন্য সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ১১টি কেন্দ্রের মধ্যে ৩/৪টি কেন্দ্রকে ঝুঁকিপুর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। সেই মোতাবেক ব্যবস্থাও নেওয়া হচ্ছে। কেউ অন্যায় এবং আইন-শৃঙ্খলার অবনতি করতে চাইলে কঠোরভাবে দমন করা হবে।
বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি প্রিসাইডিং কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলম বলেন, নির্বাচন আধুনিক প্রযুক্তি ইউভিএম পদ্ধতিতে হবে। নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার জন্য নির্বাচন কমিশনার পক্ষ থেকে যথাসাধ্য পদক্ষেপ গ্রহণ করা হবে।