বাঁশখালীতে পোস্টার-ব্যানার সরালেন বিএনপি ও জামায়াত প্রার্থী

নির্বাচনী আচরণবিধি

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ১৩ ডিসেম্বর, ২০২৫ at ৮:৪১ পূর্বাহ্ণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালী আসনে নির্বাচনী আচরণবিধি পালনে এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন বিএনপি ও জামায়াত মনোনীত প্রার্থীরা। তফসিল ঘোষণার পরপরই তারা নিজ উদ্যোগে মাঠে নেমে নিজেদের নির্বাচনী পোস্টার ও ব্যানার অপসারণ করেছেন। এই কাজে দলীয় কর্মীসমর্থকদেরও অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তারা। প্রার্থীরা জানান, একটি সুষ্ঠু ও আচরণবিধি মেনে নির্বাচন আয়োজনের স্বার্থে নির্বাচন কমিশনের নির্দেশনাকে সম্মান জানিয়ে তারা এই পদক্ষেপ নিয়েছেন।

প্রার্থীদের নিজেদের পোস্টারব্যানার সরানোর এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলে। এরপর থেকেই দুই দলের স্থানীয় কর্মীসমর্থকেরা স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ এলাকা থেকে নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণের কাজ শুরু করেছেন। এই ঘটনা স্থানীয় রাজনীতিতে নির্বাচনী আচরণবিধি মেনে চলার ক্ষেত্রে একটি উদাহরণ সৃষ্টি করেছে বলে মনে করছেন সচেতন মহল।

গতকাল শুক্রবার সকাল থেকে উপজেলা সদরসহ বিভিন্ন অলিগলি, বাজার ও প্রধান সড়কে ঘুরে ঘুরে নিজের প্রচারণামূলক পোস্টার, ব্যানার ও বিলবোর্ড সরিয়ে ফেলতে দেখা যায় তাদের। অপরদিকে আগামীকাল শনিবার বাঁশখালী উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিতব্য বিশাল যুবছাত্র সমাবেশ স্থগিত করা হয়। অথচ এ যুবছাত্র সমাবেশকে কেন্দ্র করে নিজেদের শোডাউন করে প্রস্তুতি ছিল শেষ পর্যায়ে।

বিএনপি মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন যে নির্দেশনা প্রদান করেছেসকল প্রার্থীর উচিত তা মেনে চলা। আমি আমার ব্যাপারে শতভাগ নিয়মনীতি মেনে চলার অঙ্গীকার করছি। আমার কর্মী সমর্থকদেরও এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে।

জামায়াত ইসলামী সমর্থিত প্রার্থী অধ্যক্ষ জহিরুল ইসলাম বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি মানা সকল প্রার্থীর দায়িত্ব। তাই আমি নিজেই পোস্টার অপসারণে নেমেছি। আমার নেতাকর্মীদেরও নির্দেশ দিয়েছি, যাতে তফসিল ঘোষণার পর কোনোভাবেই নিয়ম লঙ্ঘন না হয়। নির্বাচনী বিধিমালা যথাযথভাবে অনুসরণ করতে তিনি বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল ও তফসিলপরবর্তী নির্দেশনাকে সম্মানে পদক্ষেপ নেন বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধহর্নের শব্দে ক্ষুব্ধ হয়ে বিয়ের গাড়ি ভাঙচুর
পরবর্তী নিবন্ধসড়ক ডিভাইডারে আছড়ে পড়ল দ্রুতগতির বাইক,কিশোরের মৃত্যু