বাঁশখালীতে পৃথক হামলায় গৃহবধূ ও স্কুলছাত্রসহ আহত ৪

আধিপত্য বিস্তার ও পারিবারিক বিরোধ

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২০ মে, ২০২১ at ১২:১৫ অপরাহ্ণ

বাঁশখালীতে এক গৃহবধূ ও স্কুল শিক্ষার্থীর উপর পৃথক হামলার ঘটনা ঘটেছে। দুটি ঘটনায় কমপক্ষে ৪ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
পুলিশ জানায়, উপজেলার কাথরিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাগমারা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাশেদা বেগম (৩২) নামে এক গৃহবধূর উপর হামলার ঘটনা ঘটে। গতকাল বুধবার দুপুরে সংঘটিত এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী মো. মাহফুজসহ ৩ জন আহত হয়েছেন। এদের মধ্যে গৃহবধু রাশেদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত মো. মাহফুজ বাদী হয়ে ইউএনও এবং থানা ওসি বরাবর পৃথক অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। অপরদিকে গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি এলাকায় ৭ম শ্রেণির ছাত্র মো. সায়মনের (১২) উপর হামলার ঘটনা ঘটে। হামলার শিকার সায়মন বর্তমানে বাঁশখালী হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, উপজেলা যুব মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা রোকসানা আক্তারের সাথে স্থানীয় মুরাদ গংয়ের পারিবারিক বিরোধ ও মামলা চলে আসছিল। এর জের ধরে বাজার থেকে বাড়ি ফেরার পথে সাইমনের উপর হামলা চালানো হয়। এ ঘটনায় সাইমনের মা রোকসানা আক্তার বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ করেছেন।
বাঁশখালী থানার ওসি মো. সফিউল কবীর বলেন, স্কুল শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। গৃহবধুর উপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধফেনীতে মীরসরাইয়ের ২ জনসহ নিহত চার
পরবর্তী নিবন্ধঅসহায় কেউ খাদ্য সহায়তা চাইলে ঘরে পৌঁছে দেয়া হবে : মেয়র