বাঁশখালীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পৃথক মামলায় ৫ ব্যক্তিকে ৪৭ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। গতকাল শনিবার উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ মুদি ব্যবসায়ী, ২ সবজি ব্যবসায়ী ও ১ কাপড় ব্যবসায়ীকে মোট ২৭ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। অপরদিকে সংরক্ষিত বনের গাছ চুরি করে বিক্রি এবং সেগুলো স’মিলে চেরাই করার খবরে ১টি স’মিলে অভিযান চালিয়ে স’মিল মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন এসব অভিযান পরিচালনা করেন। এতে বন বিভাগের কর্মকর্তা–কর্মচারী, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।