বাঁশখালীতে পূর্ব শত্রুতার জেরে কাটা হলো অর্ধ শতাধিক গাছ

| শুক্রবার , ৮ নভেম্বর, ২০২৪ at ৮:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে পূর্ব শত্রুতার জের ধরে অর্ধ শতাধিক ফলজ ও বনজ গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এতে ফল চাষির প্রায় ২০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে যৌথবাহিনীর কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ থেকে জানা যায়, উপজেলার কালীপুর ইউনিয়নের পূর্ব পালেগ্রাম এলাকায় প্রায় অর্ধশত বছর ধরে লিচু বাগানসহ ফলজ ও বনজ বাগান গড়ে তোলা হয়। এসব গাছের বয়স প্রায় বিশ থেকে ত্রিশ বছর।

শুক্রবার (৮ নভেম্বর) বাড়ির সবাই চট্টগ্রামে গেলে সেই সুযোগকে কাজে লাগিয়ে পূর্ব শত্রুতার জেরে বাগানের লিচু গাছ ও বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ অর্ধ শতাধিক গাছ কেটে ফেলা হয়। যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা বলে দাবি করেছে ভুক্তভোগী মো: সলিম উল্লাহর।

এ ব্যাপারে ভুক্তভোগি মো: সলিম উল্লাহ একই গ্রামের কয়েকজনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন।

পূর্ববর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে বৃদ্ধের বাম পা বিচ্ছিন্ন
পরবর্তী নিবন্ধসাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে বাঁশখালীতে দোয়া মাহফিল