চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস.এম শফি উল্লাহ গতকাল সোমবার দুপুরে বাঁশখালী থানা এলাকা পরিদর্শন করেন। এ সময় বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দীনের নেতৃত্বে তাকে গার্ড অনার প্রদান করা হয়। পরে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা ওসির অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আসাদুজ্জামান, সহকারী পুলিশ সুপার সার্কেল (আনোয়ারা) কামরুল ইসলাম (সুমন), ওসি মো. কামাল উদ্দীন, পরিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হাওলাদার, রামদাশ হাট ফাঁড়ির ইনচার্জ মো. সোলায়মান, বাহারছড়া ফাঁড়ির ইনচার্জ মো. মজনু মিয়াসহ থানা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া সাংবাদিকসহ সুধীজনরা উপস্থিত ছিলেন। সভায় পুলিশ সুপার এস.এম শফি উল্লাহ বলেন, বাঁশখালীর আইনশৃংখলা উন্নয়নে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। এখানে যারা দায়িত্ব পালন করেন তারা কিছুদিন পর অন্যত্র চলে যায়। এলাকার আইনশৃংখলা উন্নয়ন হলে তার সুফল ভোগ করবে আপনাদের স্বজনেরা। এ সময় জায়গা জমি ও পারিবারিক বিবাদ এবং মাদক রোধে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।