বাঁশখালীতে পুলিশের সামনে থেকে আওয়ামী লীগ নেতা জিয়াউল হক চৌধুরী (৪৫) পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কদমরসূল বটতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জিয়াউল হক চৌধুরী খানখানাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মাহফুজুর রহমান চৌধুরীর বড় ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ–সভাপতি বলে জানা যায়। তার বিরুদ্ধে বাঁশখালী থানায় হত্যা মামলা রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানা পুলিশের একটি দল সোমবার বিকেলে খানখানাবাদের বটতলী বাজারের একটি চা–দোকান থেকে জিয়াউল হক চৌধুরীকে গ্রেপ্তার করার জন্য যায়। এসময় স্থানীয়রা জড়ো হয়ে তাকে গ্রেপ্তার না করার জন্য অনুরোধ করে। এই সুযোগে সে পুলিশের সামনে থেকে পালিয়ে যায়।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, আসামি জিয়াউল হক পুলিশ দেখে পালিয়ে যায়। এছাড়া স্থানীয় জনগণ জড়ো হওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে।











