বাঁশখালীর রামদাশ হাটে বোয়ালখালী থেকে চুরি করে এনে সিএনজিচালিত অটোরিকশা বিক্রিকালে গাড়ি সহ ২ জনকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে রামদাস মুন্সীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে সিএনজিচালিত অটোরিকশা (রেজিস্ট্রেশন নং-চট্টগ্রাম-থ-১৪-৮৬০২) সহ বাহারছড়া এলাকার মৃত দুদু মিয়ার পুত্র মাহমুদুল ইসলাম (৪০), আলী আহমদের পুত্র দেলোয়ার হোসেনকে(২৮) আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা অটোরিকশাটি চোরাই বলে স্বীকার করে।
তারা আরও জানায়, সিএনজিচালিত অটোরিকশাটি বোয়ালখালী থেকে মো. আলমগীর নামের এক লোক চুরি করে চানপুরে নিয়ে আসে। চানপুর থেকে উপরোক্ত আসামীরা সিএনজিচালিত অটোরিকশাটি রামদাস হাটে বিক্রির জন্য নিয়ে আসে।
ক্রেতার এরুপ সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি সহ আসামীদের গ্রেফতার করা হয় বলে জানান বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফিউল কবীর।
এদিকে, বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযান বৃহস্পতিবার শুরু হয়।
এ অভিযানের প্রথম দিনে পুঁইছড়ি এলাকার মো. আমির উদ্দিন(৩২), নেজাম উদ্দিন(৪০), মো. জাহাঙ্গীর আলম(২৯), আবু তাহের, মো. নুরুল কাদের এবং জাহেদকে(২২) আদালতে প্রেরণ করা হয়।
অভিযানের দ্বিতীয় দিনে নারী-শিশু নির্যাতন মামলার আসামী পারভেজ, নারী শিশু নির্যাতন দমন আইনের আসামী আবু জাবেদ, আহমদ ছফা, মহিবুল্লাহ, আব্দুল হাকিম, মোহাম্মদ আলী, মোহাম্মদ আবুল কাশেম, মাদক মামলার আসামী মো. আরমান(২২), সৈয়দ আহম্মদ(৩২), বাঁশখালী থানাধীন গণ্ডামারা এলাকায় অভিযান চালিয়ে যৌতুক নিরোধ আইনের ৩ এর ওয়ারেন্টভুক্ত আসামী মোহাম্মদ রায়হান, জানে আলমকে আটক করা হয়।
এ ব্যাপারে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফিউল কবীর বলেন, “মাদক, ইয়াবা এবং ওয়ারেন্টভুক্ত আসামীদের বিরুদ্ধে বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে।”
সকলের সহযোগিতায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।












