বাঁশখালীতে পুকুর ভরাটের সময় উপজেলা প্রশাসনের অভিযানে দুটি স্কেভেটর জব্দ করা হয়েছে। একই সাথে পুকুর ভরাট কাজে জড়িত মোহাম্মদ ফরিদ (৪২) নামে এক ব্যক্তিকে হাতে নাতে আটক করা হয়েছে।
তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং ১ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলা সদরের মিয়ারবাজারের দক্ষিণ পাশে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের উত্তর পূর্ব পাশে এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, শুক্রবার রাতে উপজেলা প্রশাসনের কাছে খবর আসে উপজেলা সদরের ওই স্থানে একটি পুরানো পুকুর ও জলাশয় ভরাট করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে এই খবর পেয়ে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ওমর সানী আকনের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে ঘটনাস্থলে ২টি স্কেভেটর মেশিনের মাধ্যমে বালু দিয়ে জলাশয় ভরাট প্রত্যক্ষ করা হয়। যা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর সুস্পষ্ট লঙ্ঘন। ঘটনাস্থলে স্কেভেটর মালিককে পাওয়া যায় এবং দোষ স্বীকারোক্তির ভিক্তিতে অভিযুক্ত মোঃ ফরিদ (৪২) কে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সাথে অভিযুক্তকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।