বাঁশখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ২০ নভেম্বর, ২০২১ at ৭:৫৫ পূর্বাহ্ণ

বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নের রায়ছটা গ্রামে পুকুরের পানিতে ডুবে রায়ছা (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে পানিতে পড়ে মৃত্যুবরণকারী রায়ছা খানখানাবাদ ইউনিয়নের রায়ছটা গ্রামের প্রবাসী আবদুল মোতালেবের কন্যা শিশু।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শিশু রায়ছা বাড়ির উঠানে খেলা করার সময় পরিবারের সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পর রায়ছাকে পুকুরে ভাসতে দেখে। পরে শিশু রায়ছাকে উদ্ধার করে বাঁশখালীর কালীপুরে রামদাস মুন্সির হাটে ডা. ফারুক আহমদের চেম্বারে নিয়ে গেলে ডা. ফারুক রায়ছাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে ডা. ফারুক আহমদ বলেন, শুক্রবার সকালে খানখানাবাদ ইউনিয়নের রায়ছটা গ্রাম থেকে পুকুরের পানিতে পড়া রায়ছা নামে একটি শিশু আমার চেম্বারে আসে। চেম্বারে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধইপিজেডে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল নারীর
পরবর্তী নিবন্ধচন্দনাইশে ডিজিটাল পোস্ট অফিসের নতুন ভবন উদ্বোধন