বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা এলাকায় পুকুরে ডুবে মোহাম্মদ আফনান নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার (১৪ জুন) সকাল ১০টার দিকে উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা এলাকার সমদ আলী সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশু আফনান ওই এলাকার সৌদী প্রবাসী জামাল উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উঠানে খেলতে গিয়ে বাড়ির পাশে তাদের ব্যবহারের পুকুরটিতে পড়ে যায় আফনান।
কিছুক্ষণ পর আত্মীয়-স্বজনরা খোঁজাখুঁজি করলে তাকে বাড়ি সংলগ্ন পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায় তারা।
সেখান থেকে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে দ্রুত বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এর আগে সাতকানিয়া থেকে বাঁশখালীর শেখেরখীলে নানার বাড়িতে বেড়াতে আসা হাবিবা মনি (২) নামে আরেক শিশুও গত শনিবার পানিতে ডুবে মারা যায় বলে সূত্রে জানা যায়।
এদিকে, উভয় শিশুকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।