বাঁশখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ৯ জুলাই, ২০২৫ at ৭:১৭ পূর্বাহ্ণ

বাঁশখালীর চাম্বল ইউনিয়নে পুকুরে ডুবে মো. ওবাইদুর রহমান () নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পূর্ব চাম্বল এলাকার তালুকদার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ওবাইদুর চাম্বল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মো. ইয়াছিনের ছেলে ও স্থানীয় জাহাঙ্গিরিয়া কাদেরিয়া কেজি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র। জানা যায়, মঙ্গলবার দুপুরে সাময়িক পরীক্ষা শেষে বাড়িতে ফিরে ওবাইদুর পাশের পুকুরে দুই বন্ধুর সঙ্গে গোসল করতে নামে। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। তার এক সঙ্গী পরিবারের সদস্যদের বিষয়টি জানালে স্থানীয়রা তৎক্ষণাৎ পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাকে উদ্ধার করে চাম্বলের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে দুই টেক্সির সংঘর্ষ, গর্ভবতী নারীসহ আহত ৫
পরবর্তী নিবন্ধকর্ণফুলী স্বাস্থ্য কমপ্লেক্সে ল্যাবরেটরি উদ্বোধন