বাঁশখালীতে পুকুরে ডুবে মাহি নামে ৪ এক বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শীলকূপ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মনকিচর এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত মাহি একই এলাকার মনজুর আলমের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, পরিবারের সবার অগোচরে শিশু মাহি খেলতে খেলতে পুকুরে পড়ে যায়। পরে তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে তল্লাশি করে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, শিশু মাহিকে সন্ধার দিকে হাসপাতালে আনা হয়। কিন্তু এখানে আনার আগেই তার মৃত্যু হয়েছে।