বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের ক্ষির ঘোনা এলাকায় পাহাড়ি মাটি কাটার দায়ে গতকাল মঙ্গলবার বিকালে মোঃ ছগির (৪৫) নামে এক ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী।
এ সময় একটি ডাম্পার ট্রাক জব্দ করা হয়। বনবিভাগের সাধনপুর রেঞ্জের বিট কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, অন্যায় ভাবে ডাম্পার ট্রাক দিয়ে মাটি কাটার সময় বনবিভাগের দল তাদের জব্দ করে। উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী বলেন, যারা অবৈধভাবে বালু ও পাহাড়ি মাটি কর্তন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। যারা এর সাথে জড়িত তাদের তালিকা করে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।