‘বই মানুষের সবচেয়ে বড় বন্ধু – বই পড়ুন চিত্তকে দীপান্বিত করুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাঁশখালীতে উদ্বুদ্ধকরণ কর্মশালা ‘পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’র প্রশিক্ষণ গতকাল বুধবার উপজেলা পরিষদের নবনির্মিত ভবনে অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) অন্তর্ভুক্ত স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিমের আওতায় উদ্বুদ্ধকরণ কর্মশালায় বাঁশখালীর ৫২ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক অংশগ্রহণ করেন।