বাঁশখালীতে পাজেরোতে তল্লাশি, ১৪ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ৯ জুলাই, ২০২৫ at ৭:৩৯ পূর্বাহ্ণ

বাঁশখালীতে পাজেরো জিপে তল্লাশি চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ মো. রায়হান প্রকাশ রিদুয়ান (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১০ টার দিকে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার মূল গেইটের সামনে পাকা রাস্তার ওপর চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করা হয়। এসময় টেকনাফ থানার সাবরাং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মো. রায়হান প্রকাশ রিদুয়ানের পাজেরো গাড়ি তল্লাশি করা হয়। তল্লাশিকালে গাড়িতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহন কাজে ব্যবহৃত গাড়িসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রিদুয়ানের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএই প্রথম অনুমোদন পেল শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার ওষুধ
পরবর্তী নিবন্ধমহেশখালীতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মেকানিক বরখাস্ত