বাঁশখালীতে পাওয়ার প্ল্যান্টে লোহার আঘাতে শ্রমিকের মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ২ অক্টোবর, ২০২২ at ৬:০৪ পূর্বাহ্ণ

বাঁশখালীর গন্ডামারায় এসএস পাওয়ার প্ল্যান্টে কাজ করার সময় লোহার আঘাতে মোহাম্মদ জোবায়ের (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোরে সংযোগ পাইপ লাইনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত জোবায়ের সরল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দক্ষিণ সরল গ্রামের মোহাম্মদ ইলিয়াছের ছেলে।
সরল ইউপি সদস্য মো. সেলিম ও নিহতের চাচা আবুল কালাম জানান, সকালে ১৩২০ মেগাওয়াট কয়লা বিদ্যুৎকেন্দ্রে কাজ করার সময় লোহার আঘাতে জোবায়ের গুরুতর আহত হয়। এ সময় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক ডা. দিদারুল হক সাকিব মৃত বলে ঘোষণা দেয়। জোবায়েরের মাথার সামনে কপালে লোহার আঘাতের চিহ্ন ছিলো। জানা যায়, কিছুদিন আগে অভাবের কারণে পাওয়ার প্ল্যান্টে শ্রমিক হিসেবে কাজে যোগদান করেন তিনি।
এ ব্যাপারে গন্ডামারা এসএস পাওয়ার প্ল্যান্টের প্রকল্প সমন্বয়কারী ফারুক আহমেদ বলেন, এক শ্রমিক বোটে কাজ করার সময় ভারি বস্তু দ্বারা আঘাত পায়। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন জানান, গন্ডামারা এলাকায় পাওয়ার প্লান্টে পাইপ লাইনে কাজ করার সময় এক শ্রমিক আঘাত পেয়ে মারা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে ডুবে যাওয়ার একদিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধসাড়ম্বরে দুর্গোৎসব শুরু, আজ মহাসপ্তমী