বাঁশখালীতে পল্লী বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ২৮ নভেম্বর, ২০২১ at ৫:৩১ অপরাহ্ণ

বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের আব্দুল্লাহর দোকানের পশ্চিম পাশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ শাহরিয়ার নামে
২৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার সময় সংঘটিত ঘটনায় মৃত্যুবরণকারী যুবক পুঁইছড়ি ইউনিয়নের পশ্চিম পুঁইছড়ি সরলিয়াঘোনা ২ নম্বর ওয়ার্ড এলাকার শাহ্ নেওয়াজের ছেলে।

স্থানীয়রা ও শাহরিয়ারের পিতা শাহ্ নেওয়াজ জানান, বাঁশখালী পল্লীবিদ্যুৎ সমিতির বিদ্যুতের খুঁটির গোড়ার মাত্র ১০ ফুট উপরে ৩৩ হাজার কিলোভোল্টের প্রধান লাইনটি টানা হয়েছে। এত নিচুতে বিদ্যুতের লাইন টানার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

শনিবার আনুমানিক সাড়ে ১১টার সময় ছনুয়া আব্দুল্লাহর দোকানের পশ্চিম পাশে শাহরিয়ারের বাবা শাহ্ নেওয়াজের মাটি কাটার স্কেভেটরটি ড্রাইভার দিয়ে সরানোর সময় ওই স্কেভেটরে উঠেছিলেন শাহরিয়ার। স্কেভেটর সরাতে গিয়ে উপর দিয়ে বয়ে যাওয়া ৩৩ হাজার কেবি ভোল্টের বিদ্যুতের প্রধান লাইনের তার রাতের অন্ধকারে স্কেভেটরে লেগে যায়।

মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে পড়ে যান শাহরিয়ার। গুরুতর আহত শাহরিয়ারকে উদ্ধার করে চাম্বল ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে বাঁশখালী পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. জসিম উদ্দিন আজ রবিবার (২৮ নভেম্বর) বিকালে এ প্রতিনিধিকে বলেন, “এ ধরনের ঘটনার ব্যাপারে কেউ আমাকে অবহিত করেনি। তারপরও আমি খোঁজ নিয়ে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছি।”

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে চলছে ভোট গ্রহণ, ১০ কেন্দ্রে হেলিকপ্টার ব্যবহার
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় বিচ্ছিন্ন সহিংসতার মধ্য দিয়ে শেষ হলো ভোটগ্রহণ