সমুদ্রকে ঘিরে, পাহাড়কে উঁচু করে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলা। এই উপজেলার প্রকৃতি যেমন মনোমুগ্ধকর, তেমনি এখানে রয়েছে একাধিক সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র। বাঁশখালীর উল্লেখযোগ্য পর্যটন স্পটগুলোর মধ্যে রয়েছে– বাঁশখালী সমুদ্র সৈকত, বাঁশখালী ইকোপার্ক, বেলগাঁও চা বাগানসহ আরও কিছু প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা স্থান। এগুলো শুধু বিনোদন কেন্দ্র নয়, বরং বাঁশখালীর ঐতিহ্য ও ইতিহাসের এক অনন্য নিদর্শন বহন করে।
তবে দুঃখের বিষয় হলো এসব পর্যটন স্পটের যাতায়াত ব্যবস্থা অত্যন্ত নাজুক ও অব্যবস্থাপূর্ণ। অনেক স্থানে রাস্তা এতটাই সরু ও ভাঙাচোরা যে দুটি বাস একসাথে ক্রস করাও কঠিন। কিছু জায়গায় এমনকি সিএনজি বা মোটরসাইকেল ছাড়া যাওয়া সম্ভব হয় না, ফলে পর্যটকদের ভোগান্তির শেষ নেই। বাইরে থেকে আগত ভ্রমণপিপাসুরা বাঁশখালীর সৌন্দর্যে মুগ্ধ হলেও রাস্তার দুরবস্থা দেখে হতাশ হয়ে পড়েন যা স্থানীয়দের জন্যও এক ধরনের লজ্জার বিষয়।
এমতাবস্থায়, বাঁশখালীর পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে হলে সমুদ্র সৈকত, ইকোপার্ক, চা বাগানসহ সকল পর্যটন স্পটের সংযোগ সড়ক দ্রুত সংস্কার ও উন্নয়ন করা জরুরি। এতে যেমন পর্যটকদের আগ্রহ বাড়বে, তেমনি স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানের ক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচিত হবে।
আজমাইন ইকতিকার শাফি
শিক্ষার্থী, বাকলিয়া সরকারি কলেজ।












