বাঁশখালীতে পরিবহন নৈরাজ্য বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

| শনিবার , ২১ ডিসেম্বর, ২০২৪ at ১০:৪৮ পূর্বাহ্ণ

বাঁশখালীর সাধারণ মানুষকে জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাঁশখালী ছাত্র সমাজ। গত বৃহস্পতিবার দুপুর ১টায় জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি তুলে দেন নেতৃবৃন্দ। একই দাবিতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, পুলিশ সুপার, উপপুলিশ কমিশনার (ট্রাফিকদক্ষিণ), পরিচালক বিআরটিএ, সহকারী পরিচালক বিআরটিএ, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার, চট্টগ্রাম জেলা পিপিকে স্বারকলিপি প্রদান করা হয়। বাস্তবায়ন করা হয় গণস্বাক্ষর, জনমত জরিপ ও মানববন্ধন কর্মসূচি।

জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান পূর্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শওকত আউয়াল, অ্যাডভোকেট শওকত ওসমান, প্রকৌশলী গোলাম ছরওয়ার চৌধুরী, আইনজীবী দৌলত আকবর চৌধুরী, সাজ্জাত উল্লাহ চৌধুরী, নুরুল মোস্তফা, মহসিন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাহফুজুর রহমান, শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ আজগর হোছাইন, চৌধুরী মোহাম্মদ আসিফ, মোহাম্মদ নাজিম উদ্দিন, মোহাম্মদ ইমদাদুর রশিদ, মোহাম্মদ তৌহিদুল ইসলাম, আব্দুল আওয়াল সুমন, মোহাম্মদ শাহজান প্রমুখ। কর্মসূচি সমন্বয় করেন চট্টগ্রাম দক্ষিণ জেলার সমন্বয়ক ও দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য সমাজকর্মী মুহাম্মদ নিজাম উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনতুন ভিসা চালু করল সংযুক্ত আরব আমিরাত
পরবর্তী নিবন্ধদৃঢ়তার জয় গান বিবিসি হানড্রেড উইম্যান ২০২৪