বাঁশখালীতে পরিত্যক্ত ভবনে টমটম চালকের মরদেহ

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ৩ নভেম্বর, ২০২৫ at ৮:১২ পূর্বাহ্ণ

বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নে একটি পরিত্যক্ত ভবন থেকে মো. মামুন (৪৫) নামে এক টমটম চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় উদ্ধারকৃত মো. মামুন একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাদশা মিয়ার পুত্র। রামদাশ মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক তপন কুমার বাকচী বলেন, এখনও পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। পোস্টমর্টেমের রিপোর্ট এবং নিহতের পরিবারের অভিযোগ কিংবা মামলার পর বিস্তারিত জানা যাবে।

পুকুরিয়া ইউপির সদস্য মো. মনির উদ্দিন ময়ুর বলেন, রবিবার পৌনে ছয়টার চাঁদপুর বাজার এলাকায় একটি পরিত্যক্ত ভবনে মো. মামুনের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে তারা এসে লাশ নিয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধনগরের বাতাস অস্বাস্থ্যকর
পরবর্তী নিবন্ধ২শ বছর আয়ুর তিমি মানুষের বার্ধক্য কমাতে পারবে?