বাঁশখালীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন।আজ বুধবার উপজেলার কালীপুর ইউনিয়নের রামদাস মুন্সির বাজার গুনাগরী বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন অসঙ্গতির জন্য ৭ দোকানিকে ৩৩,০০০ হাজার টাকা এবং লাইসেন্স ব্যতিত গাড়ি চালানোর দায়ে ২ জন ড্রাইভারকে ৭,০০০ হাজার টাকাসহ সর্বমোট ৪০,০০০ চল্লিশ হাজার টাকার অর্থদণ্ড দেয়া হয়েছে।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল ইসলাম নেতৃত্বে অভিযানে এই অর্থদন্ড প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন ও বাঁশখালী থানা পুলিশ।
ভ্রাম্যমাণ আদালত সুত্র জানায়, অভিযানে দোকানে যথাযথ মূল্য তালিকা প্রদর্শন না করা ও নির্ধারিত মূল্যের অধিক মুল্যে পণ্য বিক্রয় করা, ক্রয় বিক্রয় চালান সংরক্ষণ স্পষ্টভাবে লিপিবদ্ধ না থাকায় ৭টি প্রতিষ্ঠানের ব্যবসায়ীকে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে ৩৩ হাজার টাকা এবং লাইসেন্স ব্যতিত গাড়ি চালানোর দায়ে ২ জন ড্রাইভারকে ৭,০০০ হাজার অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করার নির্দেশনা প্রদান করা হয়েছে। পাশাপাশি পণ্যের ক্রয় ও বিক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ এবং মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান।