বাঁশখালী থানায় নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা মোঃ রহিম (৩৮) গ্রেফতা করেছে থানা পুলিশ। তিনি বাঁশখালী থানার অন্তর্গত সাধনপুর ইউনিয়নের দক্ষিণ সাধনপুর এলাকার বাসিন্দা।
শনিবার (৮ ফেব্রুয়ারি) আনুমানিক রাত ৭ টার দিকে থানা পুলিশের একটি বিশেষ টিম গুনাগরী খাসমহলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বাঁশখালী থানার সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গতকাল ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে নাশকতার মামলায় মোঃ রহিম নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করে। তাকে আজ রবিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।