বাঁশখালীতে নলকূপ বসানো নিয়ে কথা কাটাকাটিতে যুবক খুন

আটক ৪

আজাদী অনলাইন | বুধবার , ২০ অক্টোবর, ২০২১ at ৬:৩৯ অপরাহ্ণ

বাঁশখালীতে জায়গা-জমির বিরোধের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মারামারিতে মো. খালেক (৩০) নামে এক যুবক খুন হয়েছেন।

আজ বুধবার (২০ অক্টোবর) দুপুরে ২টার দিকে মনছুরিয়া বাজারে এ ঘটনা ঘটে।

মারামারিতে আহত হয়েছেন টিপু (২৫), কামাল হোসেন (৫০), মঞ্জুর আলম (৪০) ও বাহাদুর (৩২)।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, “জায়গা-জমি নিয়ে আপন জেঠাত ও চাচাত ভাইয়ের মধ্যে বিরোধ ছিল। সেটা সমাধান হয়েছিল। আজ সীমানাপ্রাচীরের পাশে একটি নলকৃপ বসাতে গিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। সেখান থেকে মনছুরিয়া বাজারে গিয়ে পুনরায় কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মারামারিতে খালেক চাকুর আঘাতে মারা যান। তার ভাইসহ আরও কয়েকজন আহত হয়েছেন।”

তিনি বলেন, “জিজ্ঞাসাবাদ করার জন্য তিনজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে প্রবারণা পূর্ণিমা পা‌লিত
পরবর্তী নিবন্ধদেড় বছর পর করোনায় মৃত্যুহীন ঢাকা