বাঁশখালীতে নব নির্বাচিত মেয়র কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ৯ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৩৪ পূর্বাহ্ণ

বাঁশখালী পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও ১২ কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় সভা মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়। পৌরসভার গ্রীণপার্ক কনভেনশন হলে নব নির্বাচিত মেয়র এডভোকেট এস এম তোফাইল বিন হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী। এ সময় অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জাফর আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম। উপজেলার সাধনপুর, কালীপুর, সরল, বাহারছড়া, চাম্বল, ছনুয়া, শেখেরখীল, বৈঁলছড়ি, পুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যানগণও উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন আহসাব উদ্দিন, জিল্লুল করিম শরীফি প্রমুখ। মতবিনিময় শেষে পৌরসভা কার্যালয়ে এসে নবাগত মেয়রকে দায়িত্ব হস্তান্তর করা হয়। গত ৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে শপথ নেন নির্বাচিত জনপ্রতিনিধিরা।

পূর্ববর্তী নিবন্ধফেসবুক লাইভে কষ্টের কথা জানিয়ে যুবকের আত্মহত্যা
পরবর্তী নিবন্ধআজাদী সম্পাদক একুশে পদকে ভূষিত হওয়ায় বিভিন্ন ব্যক্তি সংগঠনের অভিনন্দন