বাঁশখালী বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রাম থেকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আবদুল খালেক (৫৫) নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার গভীর রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বাহারছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রত্নপুর গ্রামের মৃত বদরুজ্জামানের ছেলে।
জানা যায়, আবদুল খালেককে নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতায় ধর্ষণ এবং নির্যাতনের অভিযোগে গত বছর আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। বাঁশখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করে। পরে শনিবার (গতকাল) গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।












