বাঁশখালীতে ধর্ষণের অভিযোগে আটক ৩ থানায় মামলা

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১৭ মে, ২০২২ at ৫:১৩ পূর্বাহ্ণ

বাঁশখালীর বৈলছড়ি ও কালীপুর ইউনিয়নের মধ্যবর্তী বড়কাটা এলাকায় এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৩ জনকে আটক করেছে। গতকাল সোমবার রাতে ধর্ষণের শিকার হওয়া ওই নারীর মা বাদী হয়ে থানায় অভিযোগ দাখিল করছেন বলে জানিয়েছেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন।
বাঁশখালী থানা ও ধর্ষিতার পরিবার সূত্রে জানা যায়, বৈলছড়ি ইউনিয়নের পূর্ব বৈলছড়ি ৪ নং ওয়ার্ড এলাকার এক নারী স্বামীর পরিবার থেকে ছাড়াছাড়ি হয়ে পিতার পরিবারের বসবাস করছিল। শুক্রবার কালীপুর থেকে অটোরিকশা করে নিজ বাড়িতে যাওয়ার সময় চালক তাকে পাহাড়ি এলাকায় নিয়ে যায়। সেখানে কয়েকজন মিলে তাকে ধর্ষণ ও মারধর করে। পরে শনিবার এ নারীকে কালীপুর ও বৈলছড়ির সীমান্তবর্তী আজিজিয়া মাদ্রাসার পাশে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। পরে চিকিৎসার জন্য তাকে বাঁশখালী হাসপাতালে ভর্তি করা হয়।
রোববার ধর্ষণের শিকার ওই নারী ও তার পরিবারের সদস্যরা স্থানীয় চেয়ারম্যানকে অভিযোগ জানালে তিনি থানা পুলিশকে ঘটনাটি অবহিত করেন। পরে ধর্ষিতার জবানবন্দি অনুযায়ী পুলিশ মোক্তার (৪০), সরোয়ার (৩৫) ও নুরুল আলম (৩৫) নামে তিনজনকে আটক করে।
অপরদিকে ধর্ষিতার অবস্থার অবনতি হলে গতকাল সোমবার বিকালে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজিনিয়াস মেধাবৃত্তি পুরস্কার ও শিশু উৎসব ২১ মে
পরবর্তী নিবন্ধ‘রুশ সীমান্তে পৌঁছেছে ইউক্রেইনের সেনারা’