বাঁশখালীর সাধনপুর ইউনিয়নে গত শনিবার রাতে বসতঘরের মাটির দেয়াল ধসে পড়ে মো. মিজবাহ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে সাধনপুর ইউনিয়নের পশ্চিম বৈলগাঁও গ্রামের কৃষক রফিউল আলমের পুত্র। এছাড়া প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গতকাল রোববার বিকালে বাঁশখালীর প্রধান সড়কের সাধনপুর এলাকায় গাছ ভেঙে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
জানা যায়, উপজেলার উপকূলীয় খানখানাবাদ, বাহারছড়া, সরল, গন্ডামারা, শেখেরখীল, ছনুয়া, পুঁইছড়ি, চাম্বল, শীলকুপ, সাধনপুর, পুকুরিয়া, কালীপুর, কাথরিয়া, বৈলছড়ি ও পৌরসভার জলদীতে বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে ফসলী জমি পানির নিচে রয়েছে। এছাড়া সবজিসহ বিভিন্ন ফসলের ক্ষতি হচ্ছে। সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান কেএম সালাহউদ্দিন কামাল বলেন, শনিবার রাতে বাড়ির দেওয়াল ধসে পড়ে আমার ইউনিয়নের পশ্চিম বৈলগাঁও গ্রামের কৃষক রফিউল আলমের পুত্র মো. মিজবাহ নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বাড়ির মাটির কাঁচা দেওয়াল ভেঙে শিশুরটি গায়ে পড়লে সে মারা যায়। রবিবার দুপুরে তাকে দাফন করা হয়। এছাড়া প্রচন্ড বৃষ্টিতে আমার ইউনিয়নের অধিকাংশ এলাকা প্লাবিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী দেওয়াল ধসে নিহতের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে বলে জানান। তাছাড়া তিনি ঝুঁকিপূর্ণ স্থান থেকে মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসার জন্য জনপ্রতিনিধিদের সমন্বয়ে কাজ করছেন বলে জানান।